ছলেহ আহম্মদ শাহ (রহঃ) দরবারের উদ্যোগে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

ছলেহ আহম্মদ শাহ (রহঃ) দরবারের উদ্যোগে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

 

মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

 

চট্টগ্রাম আনোয়ারা উপজেলার অন্তর্গত বৈরাগ আমান উল্লাহ পাড়ায় হযরত শাহ সুফী ছালেহ আহম্মদ শাহ প্রকাশ-ছলেহ আহম্মদ ফকির এর দরবার শরীফের উদ্যাগে ১২ অক্টোবর বৃহস্পতিবার বাদে আছর থেকে  ছলেহ আহম্মদ শাহ দরবার মাঠে পবিত্র জশনে ঈদে মিলাদুনন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশশান নূরানি মাহফিল অনুষ্ঠিত হয়৷

 

উক্ত আজিমুশান মাহফিলে মোহাম্মদ ফখর উদ্দিন এর সঞ্চালনায় ঈদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনায় প্রধান আকর্ষণ হিসাবে আংশনেন পশ্চিমচাল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক আল্লামা আলহাজ্ব মুহাম্মদ আশেকুর রহমান আলকাদেরী,প্রাধান বক্তা হিসাবে তসরিফ আনেন আমান উল্লাহ পাড়া জামে মসজিদের  খতিব হযরত মাওলানা মুহাম্মদ আজগর হোসেন আলকাদেরী,বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পূর্ব বৈরাগ জামে মসজিদের খতিব লোকমান হাকিম হেলালী,কুলাল পাড়া জামে মসজিদের খতিব মুহাম্মদ আজিজুল হক সাহেব, ফরিদুল আলাম আলকাদেরী।উক্ত নূরানি মিলাদ মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ দিদার শাহ, নাতে রাসুল (সা.) পাঠ করেন আমান উল্লাহ পাড়া জামে মসজিদের মুয়াজ্জিম হাফেজ মুহাম্মদ মামুনুর রশিদ সাহেব।

 

উক্ত মাহফিলে বক্তারা বলেন, পবিত্র মিলাদুন্নবী (সা.) মানেই সব মাখলুকাতের জন্য রহমত। এ রহমতের স্রোত ধারায় অবিচল থাকাই হচ্ছে ইমান। নবীজি (সা.) এর প্রতি পূর্ণাঙ্গ মহব্বত মুমীনের জন্য ফরজ আর এটাই হলো ঈমান।

 

এ সময় অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন হযরত ছালেহ আহম্মদ ফকিরের আউলাদ মুহাম্মদ মুছা শাহ,জাকরিয়া শাহ,ফেরদৌস শাহ,শাহাব উদ্দিন শাহ,ইদ্রিস শাহ,ফরিদ শাহ ও এলাকার গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *