চৌগাছায় ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি
যশোরের চৌগাছা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের অভিযানে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ আব্দুল বারিক আব্দুল্লাহ (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
সোমবার (০৩এপ্রিল) সকালে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল বারিক, পিতা মৃত-এলাহী বক্স, সাং-দক্ষিণ বুরুজবাগান, থানা- শার্শা, এ/পি সাং-দিঘড়ী, থানা- চৌগাছা, জেলা- যশোর।
ডিবি পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, ডিবি যশোরের এসআই (নিঃ) রাজেশ কুমার দাশ, এসআই (নিঃ) আরিফুল ইসলাম, এএসআই (নিঃ) নির্মল কুমার ঘোষ ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর চৌগাছা থানা এলাকায় অভিযান চালিয়ে যশোর চৌগাছা থানার ৯নং স্বরুপদাহ ইউনিয়নের কদমতলা গ্রামস্থ জনৈক আব্দুল কাদের এর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর হইতে ৬০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে।
উদ্ধারকৃত আলামতের মূল্য আনুমানিক এক লক্ষ আশি হাজার টাকা। এবং এ সংক্রান্তে এসআই (নিঃ) রাজেশ কুমার দাশ বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেছেন বলে জানান ডিবির ওসি রুপম কুমার সরকার।