(লোহাগাড়া) চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বনপুকুর এলাকায় অবস্থিত জামেয়া রহমানিয়া হেফজখানা ও এতিম খানার ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
৩১ ই আগস্ট-২৪ সকাল ১১ টায় মাদ্রাসা হল রুমে এই কমিটি ঘোষণা করেন।
কমিটির সদস্যরা হলেন,চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মওলানা হাফেজুল হক নিজামী।
চুনতী বনপুকুর জামেয়া রহমানিয়া হেফজখানা ও এতিম খানার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাহফুজুল হক প্রকাশ দাদা হুজুর।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুনতী ইউনিয়ন শাখার আমীর সেলিম উল্লাহ।
চট্টগ্রাম শহরে অবস্থিত ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল আসাদুল্লাহ আদিল।
চট্টগ্রাম বাকলিয়ায় অবস্থিত আল হাসান মডেল মাদ্রাসা পরিচালক সাবেক ছাত্র নেতা হাফেজ মৌলানা আ ন শোয়াইবুল ইসলাম।
আহবায়ক কমিটির সদস্যরা বলেন, মাদ্রাসার অবকাঠামোগত সার্বিক উন্নয়ন,ছাত্রদের আধুনিক যুগোপযোগী শিক্ষা প্রদানের ব্যবস্থা করা, শিক্ষার মানোন্নয়ন করে এই প্রতিষ্ঠানকে লোহাগাড়ার একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড় তোলা আমাদের মূল লক্ষ্য।
এই সময় চুনতী তাজভিদুল কুরআন হিফজখানা ও একাডেমী'র পরিচালক মুহাম্মদ মূসা তুরাইন।
হাফেজ জয়নাল আবেদীন।
ব্যবসায়ী আব্দুল গফুর সওদাগর।,শারাফত হোসেন সহ এলাকার মান্যগন্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।