চার কন্যার পায়ে হেঁটে কক্সবাজার পরিভ্রমণ

চার কন্যার পায়ে হেঁটে কক্সবাজার পরিভ্রমণ

মো আরাফাত আনোয়ারা চট্টগ্রাম প্রতিনিধি

রোভারিং এর সর্বোচ্চ অ্যাওয়ার্ড “প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড” এর “পরিভ্রমণকারী ব্যাজ” অর্জনের লক্ষ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১৫০ কি.মি পরিভ্রমণে বের হয়েছেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের চার কন্যা।

সোমবার (০৯ অক্টোবর) ভোর সকাল ৭টায় চট্টগ্রাম কলেজ থেকে তাঁরা যাত্রা শুরু করেন।

চারা কন্যারা হলেন, পটিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের গার্ল ইন রোভার রোকসানা নাসরিন, পুষ্পিতা চক্রবর্ত্তী এবং সরকারি হাজী মুহম্মদ মহসিন কলেজ রোভার স্কাউট গ্রুপের গার্ল ইন রোভার শ্রাবণী দে ও লুৎফুন নাহার। এসময় ভিন্নগ্রুপে স্যার আশুতোষ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার জয়ন্ত দে ও হৃদয় নাথ, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার আবদুর রহমান খাঁন ও ফাহাদুল ইসলামও পরিভ্রমনে অংশ নেন।

এবিষয়ে পরিভ্রমনে অংশ নেওয়া পটিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের গার্ল-ইন-রোভার রোকসানা নাসরিন জানান, স্কাউটিং এর বয়োজ্যেষ্ঠ শাখা রোভারিং এর সর্বোচ্চ অ্যাওয়ার্ড “প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড” অর্জনের লক্ষ্যে যে ৬টি পারদর্শিতা ব্যাজ অর্জন করতে হয়, তার মধ্যে ‘পরিভ্রমণকারী ব্যাজ’ অন্যতম। যেটা অর্জন করত আমরা যাত্রা শুরু করলাম।

উল্লেখ্য যে, ৫দিনের এই যাত্রাপথে তারা পরিবেশ দূষণ, ডেঙ্গু, বৃক্ষ রোপন, সুন্দর জীবন, পরিচ্ছন্নতা, নিরাপদ সড়ক, মাদকরোধ এবং বাল্যবিবাহ নিয়ে জনগণের মাঝে সচেতনতা ও সর্তকতা সৃষ্টি করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *