চরম্বায় মাছ লুটের অভিযোগে প্রতিবন্ধীর সংবাদ সম্মেলন
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের আবুল কাশেম নামে এক প্রতিবন্ধীর মৎস খামার থেকে মাছ লুটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার চরম্বা জান মোহাম্মদ পাড়ায় মৎস খামারের পাশে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আবুল কাশেম (৬০) একই এলাকার মৃত আহমদ কবিরের ছেলে।
সংবাদ সম্মেলনে আবুল কাশেমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ভাই আবু তাহের। এসময় জানানো হয়, কাশেমের ভোগদখলীয় মৎস খামার থেকে তার সৎভাই জাফর আলম এবং তার বোনের জামাই শামসুল আলমের নেতৃত্বে গত ২৩ ডিসেম্বর দুপুরে দেশীয় অস্ত্রে সজ্জিত ২০-৩০ জনের একটি কিশোর গ্যাং নিয়ে এসে বিভিন্ন প্রজাতির আনুমানিক ২৫ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যাওয়া হয়। এছাড়া তারা দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে উক্ত মৎস খামারটি জোরপূর্বক দখল করার জন্য বিভিন্ন ধরনের পাঁয়তারা করে আসছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মাছ লুটের বিষয়ে জানতে চাওয়া হলে অভিযুক্তদের অব্যাহত হুমকিতে পুরো পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আবুল কাশেমসহ অন্যরা উপস্থিত ছিলেন।