সাতকানিয়ায় ৩০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক -১
রিপোর্ট - মিনহাজ বাঙালী
জনাব মোঃ শিবলী নোমান, অতিরিক্ত পুলিশ সুপার, সাতকানিয়া সার্কেল মহোদয়ের দিক নির্দেশনায় ও জনাব মোহাম্মদ ইয়াসির আরাফাত, অফিসার ইনচার্জ, সাতকানিয়া থানা, চট্টগ্রাম এর নেতৃত্বে সাতকানিয়া থানায় কর্মরত এসআই ইকরামুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান ডিউটি করাকালীন সময়ে সাতকানিয়া থানাধীন ১০নং কেওচিয়া ইউপিস্থ জনার কেওচিয়া খুনি বটতল জনার কেওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের অভিযান পরিচালনা করার সময় এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে সাতকানিয়া থানা পুলিশ । আটককৃত আসামীরা হলেন মোঃ ইমরান শেখ(৩৫), পিতা-মোঃ বাবুল শেখ, মাতা-মোছাঃ আকলিমা বেগম, স্থায়ী: গ্রাম-আড়পাড়া, কুমার কোটা, ৩নং ওয়ার্ড, উপজেলা /থানা- শালিখা জেলা-মাগুরা। উদ্ধার পূর্বক জব্দকৃত-৩০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৫/০৫/২০২৩ইং তারিখ রাত ০১.৩০ ঘটিকার সময় তাকে গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং-০৫, তাং-০৫/০৫/২০২৩ইং ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারনীর ১০(খ) রুজু করা হয় বলেন জানান সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ।