চট্টগ্রাম-১৫ আসনে এম এ মোতালেবের পক্ষে বড়হাতিয়ায় গণসংযোগে কেন্দ্রীয় নেত্রী সাজেদা সুরাত
মোহাম্মদ আব্বাস উদ্দীন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
লোহাগাড়া- সাতকানিয়া ( চট্টগ্রাম -১৫) আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও এম এ মোতালেব কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম.এ মোতালেব সিআইপির সমর্থনে প্রচার-প্রকাশনা, গনসংযোগে চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক সাজেদা সুরাত, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা লুবনা ও চট্টগ্রাম দক্ষিণ জেলার দপ্তর সম্পাদক ও বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু বিজয় কুমার বড়ুয়াসহ অন্যান্য নেতৃবৃনৃদ।
একান্ত সাক্ষাৎকারে কেন্দ্রীয় নেত্রী মিসেস সাজেদা সুরাত বলেন আমি নৌকার বিপক্ষে কাজ করছি না,, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র দিক- নিদের্শনা মোতাবেক অংশগ্রহণ মুলক নিবার্চনের স্বার্থে আমাদের দলীয় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছি। আপনারা নিশ্চয়ই জানেন বিগত দিনের সংসদ সদস্য নদভী সাহেব চুনতি ঐতিহাসিক ১৯দিনব্যাপী সীরাতুন্নবী (সাঃ) মাহফিলের অগ্রযাত্রা কে ব্যাহত করতে অনেক বাধা-বিপত্তি সৃষ্টি করেছেন এবং বিভিন্ন ভাবে মাহফিলকে বন্ধ করতে ষড়যন্ত্র ও প্রতিহিংসাবশত মিথ্যা ও কাল্পনিক মামলা দিয়ে আমাদের হয়রানি করছেন। আমি চুনতি ঐতিহাসিক মাহফিলকে স্বাধীন ভাবে সুন্দর করে পরিচালনার স্বার্থে আগামী ৭ তারিখ ঈগল প্রতীকে সবাইকে ভোট দেওয়ার জন্য বিনীত আহবান জানাচ্ছি।