চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সা: সম্পাদক হলেন আনোয়ারার দোলন মজুমদার
মো আরাফাত আনোয়ারা চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষকে সভাপতি ও সুগ্রীব মজুমদার দোলনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় নগরীর জেএমসেন হলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভায় নেতৃবৃন্দ এ কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ড. অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার।
জেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক চেয়ারম্যান অসীম কুমার দেব, বিশেষ অতিথি ছিলেন এ্যাড. প্রিয় রন্জন দত্ত,সুকুমার চৌধুরী, গোপাল সরকার,এ্যাড জহুর লাল দাশ,এ্যাড. নিতাই প্রসাদ ঘোষ, বিপুল কান্তি দত্ত, সহ অনেকে।