চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়ক ৬ লাইনে বাস্তবায়নের দাবিতে আমিরাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর মানববন্ধন

চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়ক ৬ লাইনে বাস্তবায়নের দাবিতে আমিরাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর মানববন্ধন।

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

বাংলাদেশের মহাসড়ক গুলোর মধ্যে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়ক একটি মৃত্যুকূপে পরিণত হয়েছে। এই মৃত্যুকূপের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে সরু সড়ক এই মহাসড়ক দ্রুত ২ লাইন থেকে উন্নত করে ৬ লাইনে বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে বিশাল মানববন্ধন করেছেন আমিরাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামী।

৩ এপ্রিল -২৫ দুপুর সাড়ে ১২ টায় চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়ক সংলগ্ন রাজমহল কমিউনিটি সেন্টার সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য ও আমিরাবাদ ইউনিয়ন শাখার আমীর অধ্যাপক মোহাম্মদ হাসানের সভাপতিত্বে,
মানববন্ধনে উপস্থিত ছিলেন,ডক্টর হেলাল উদ্দিন মোঃ নোমান,নায়েবে আমির চট্টগ্রাম দক্ষিণ জেলা।আসাদুল্লাহ ইসলামাবাদী, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখা। ডক্টর সাবের আহমেদ নায়েবে আমির আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সাংগঠনিক থানা।মোঃ মহসিন, সেক্রেটারি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা। কাজী নুরুল আলম চৌধুরী সূরা ও কর্মপরিষদ সদস্য লোহাগাড়া উপজেলা শাখা। মোঃ শফিউল আলম সহ-সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা। সাবেক ছাত্রনেতা চট্টগ্রাম জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট জসিম উদ্দিন সরকার। নেজামুল ওয়াহেদ, সিনিয়র শিক্ষক নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এম এ রফিক দিদার সহ-সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখা। হজ্ব গ্রুপের স্বত্বাধিকারী মাহমুদুল হক পেয়ারু। আরিফুল্লাহ চৌধুরী, সেক্রেটারি আমিরাবাদ ৪ নম্বর ওয়ার্ড। মাহফুজুর রহমান, সাবেক সভাপতি আমিরাবাদ ১ নাম্বার ওয়ার্ড। আব্দুর রহিম, দায়িত্বশীল ঢাকা মহানগর উত্তর।বাংলাদেশ জামায়াতে ইসলামী আমিরাবাদ ইউনিয়ন শাখার সেক্রেটারী আনোয়ার হোসেন। ৬ নং ওয়ার্ড সভাপতি মাস্টার রাশেদুল আলম। ইউনিয়নের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাস্টার মোবারক আলী। প্রচার ও অফিস সম্পাদক সাইদুল ইসলাম।সায়েম চৌধুরী, হাফেজ জাহেদুল ইসলাম,আব্দুর রহমান মাস্টার একরামুল হক,হাফেজ আরিফুল ইসলাম সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

বক্তারা দ্রুত মহাসড়কটি ৬ লাইনে উন্নতি করার জোর দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *