খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে; জাকের উল্লাহ বাচ্চু
দক্ষিণ চট্টলার অন্যতম শিশু শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৮ জানুয়ারি রবিবার থেকে শুরু হওয়া ৪দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ৩১জানুয়ারী’২৪ বুধবার সমাপ্ত হয়।
৩১ জানুয়ারি বুধবার সকাল ১০টায় ফাইনাল সাংস্কৃতিক প্রতিযোগিতা স্কুলের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্বাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন লোহাগাড়া আইডিয়াল স্কুলের ডাইরেক্টর ও সামরাজ ট্রাভেল এন্ড ট্যুরস এর সত্ত্বাধীকারী মোহাম্মদ আবু ছিদ্দিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদি আরব এর সভাপতি ও লোহাগাড়া আইডিয়াল স্কুলের ডাইরেক্টর জাকের উল্লাহ বাচ্চু। গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আধুনগর ইউনিয়ন ব্যাংকের সিনিয়র অফিসার জনাব এম এ মোক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া আইডিয়াল স্কুলের উপদেষ্টা যথাক্রমে মাস্টার সিরাজুল ইসলাম, ইন্জিনিয়ার মোহাম্মদ নাছির উদ্দীন, এম আলী টাওয়ার এর সত্ত্বাধিকারী মোহাম্মদ আলী, সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আনোয়ার হোসেন, শিল্পী নাছির মাহমুদ ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আরফাত হোসাইন।
অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ শাহেদ। সার্বিক তত্বাবধানে ছিলেন সাংস্কৃতিক বিভাগের আহবায়ক তাসনিমা সোলতানা আরজু, সহকারী শিক্ষক মোহাম্মদ শাকিল, মোহাম্মদ রিয়াদ, শারমিন আক্তার, সালমা আক্তার ও লিলি আক্তার।