খতিব ও মুয়াজ্জিন কে সম্মাননা স্মারক প্রদান
মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
পবিত্র মাহে রমজানুল মোরাক উপলক্ষে খতমে তারাবী শেষ করাই আনোয়ারা উপজেলার বৈরাগ আমান উল্লাহ পাড়া শাহী জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মৌলানা আজগর হোসেন আলকাদেরি ও মুয়াজ্জিন হাফেজ মামুনুর রশিদকে স্বীকৃতি স্বরূপ চট্টগ্রাম আনোয়ারা উপজেলার উন্নতম সামাজিক সুন্নী সংগঠন আমান উল্লাহ পাড়া আল্লামা শহিদ নুরুল ইসলাম ফারুকী (রহঃ) স্মৃতি সংসদের পক্ষ থেকে ১৮ই এপ্রিল আমান উল্লাহ পাড়া শাহী জামে মসজিদে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় আমান উল্লাহ পাড়া আল্লামা শহিদ নুরুল ইসলাম ফারুকী (রহঃ) স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ ফখর উদ্দিন,সাধারন সম্পাদক মাহিম হোসেন ফারুকী,সহ-সভাপতি জাবেদ হাসান সানি,মাঈন উদ্দিন,মোঃসাজ্জাদ হোসেন,দপ্তর সম্পাদক শাকিব ইসলাম,প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ ইয়াসিন হামিদ,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক হ্দয় ফারুকী,অর্থ সম্পাদক মোঃআজাদ,সহ অর্থ সম্পাদক সাইদুল ইসলাম আকাশ,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মুনতাসীর, সহ সাংগঠনিক সম্পাদক আরিফ শাহ,পাঠাগার বিষয়ক সম্পাদক নাওশদ নাসের,সিনর সদস্য মোহাম্মদ হেলাল ,সদস্য মোঃজোবায়ের বিন হাসান ,মোঃ ফাহিম শাহ,মোঃ রহিত ও মোহাম্মদ বিন জামাল প্রমুখ৷
আরও উপস্তিত আমান উল্লাহ পাড়া শাহী জামে মসজিদের সভাপতি আব্দুচ সালাম মাষ্টার,সহ সভাপতি ফারুক আহমদ,সাধারন সম্পাদক আবু তাহের,ইসমাইল সাওদাগর,মামুনুর রশিদ,ফরিদ উদ্দিন খান মিল্টন,হাসান আলী, সেকান্দর ও মুহিবুল আলাম প্রমুখ৷