কেইপিজেডে ৩০ হাজার শ্রমিকের বেতন বৃদ্ধি

কেইপিজেডে ৩০ হাজার শ্রমিকের বেতন বৃদ্ধি

মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) এ কর্মরত ৩০হাজার শ্রমিকের বেতন বৃদ্ধি করা হয়েছে।

সোমবার (০৮ জানুয়ারি) কেইপিজেডের এক বিজ্ঞপ্তিতে এই বেতন বৃদ্ধির বিষয়টি জানানো হয়। এদিকে বেতন বৃদ্ধির পর থেকে শ্রমিকদের মাঝে আনন্দ-উল্লাস বিরাজ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুক) এর মধ্যে ইয়ংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান এবং সিইও কিহাক সাং এবং কেইপিজেড কর্তৃপক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্টাটাস দিচ্ছেন শ্রমিকরা।
মোঃ সাইফুল নামের এক শ্রমিক জানান, আগে ৫শ, ১হাজার করে বেতন বৃদ্ধি পেতো। এবার একসাথে আমার ৫হাজার টাকা বেতন বৃদ্ধি পেয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্ব গতিতে কেইপিজেড কর্তপক্ষের এমন কাজে আমরা সবাই অনেক আনন্দিত।

শারমিন সুলতানা নামের আরেক শ্রমিক জানান, এখন ওভারটাইম মিলে আমার প্রায় ১৯হাজার বেতন হবে। যা বেতন পেতাম মাস শেষে ঘরে দিয়ে হাতে কিছু থাকতো না। এবার বাড়তি টাকাগুলো দিয়ে একটা ডিপিএস করবো।

শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়ে উপ মহা-ব্যবস্থাপক মুশফিকুর রহমান বলেন, কেইপিজেডে কর্মরত ৩০হাজার শ্রমিককে ৪৫০০টাকা থেকে শুরু করে ৮০০০টাকা পর্যন্ত বেতন বাড়ানো হয়েছে। আশা করি শ্রমিকরা আরো আন্তরিকভাবে তাদের দায়িত্ব পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *