কুতুবদিয়ায় বাংলাদেশ কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুতুবদিয়ায় বাংলাদেশ কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হীরু চৌধুরী কুতুবদিয়া

নানা আয়োজনে কক্সবাজারের কুতুবদিয়ায় “কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” স্লোগানে-দেশের ঐতিহ্যবাহি কৃষক সংগঠন বাংলাদেশ কৃষকলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে৷

১৯এপ্রিল (বুধবার) বেলা ১১টায় উপজেলা কৃষকলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বিকালে দক্ষিণ ধূরুং ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে দক্ষিণ ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন করা হয়৷

দক্ষিণ ধূরুং ইউনিয়ন কৃষকলীগের সভাপতি নেজাম উদ্দিনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শওকত ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ তাহের৷

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা কৃষকলীগের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা কাইছার সিকদার৷

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আরিফ মোশারফ, সহ-সভাপতি রমিজ আহমদ কুতুবী, উপজেলা কৃষকলীগের যুগ্ন আহ্বায়ক মাহাবুব আলম, যুগ্ন আহ্বায়ক নুরুল হুদা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম লালা, বীর মুক্তিযোদ্ধা লেয়াকত আলী, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবদু রহিম সিকদার রাসেল, বাস্তুহারা লীগের সভাপতি মনির আহমদ মাতবর, দক্ষিণ ধূরুং ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক জানে আলম সিকদার, কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক নুরুল আলম প্রমুখ৷

এতে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সদস্য তারেক মইনুল হক, আলী আকবর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জাহেদুল ইসলাম পারভেস, কৈয়ারবিল ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সুজা উদ্দিন, লেমশিখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আরাফাত, উত্তর ধূরুং ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক রাহামত উল্লাহসহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড় কৃষকলীগের নেতৃবৃন্দ৷

বক্তারা বলেন, বাংলাদেশ কৃষকলীগ বঙ্গবন্ধুর হাতেগড়া সংগঠন, কৃষকলীগের দীর্ঘদিনের ইতিহাস ও ঐতিহ্য রয়েছে৷ সারাদেশে আওয়ামীলীগের অন্যতম শক্তিশালী সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষকলীগ৷ স্বাধীনতা পরবর্তী দেশ কে পূণর্গঠনে কৃষক ও কৃষকলীগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ শেখ হাসিনা সরকারের ধারবাহিক উন্নয়ন অব্যাহত রাখার জন্য আগামী জাতীয় নির্বাচনে নৌকার বীজয় নিশ্চিত করতে কুতুবদিয়ার কৃষকলীগ মাঠে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা৷ অতীতের তুলনায় কুতুবদিয়ায় কৃষকলীগের অবস্থান আরো সুগঠিত ও গতিশীল হয়েছে বলে তাঁরা প্রশংসা করেন৷
এসময় বক্তারা কুতুবদিয়ার মত একটি বিচ্ছিন্ন দ্বীপে জাতিয় গ্রিডের বিদ্যুৎ সংযোগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান৷
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওয়ার্ড় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *