কুতুবদিয়ায় চার রোহিঙ্গা গ্রেপ্তার
আনিছুর রহমান হীরু
কুতুবদিয়ায় চার রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার সন্ধ্যা ৫ টার দিকে উপজেলার ধুরুং বাজারের পূর্ব পাশে আশ্রয়ণ প্রকল্প মাঠ থেকে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, উখিয়ার বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত নেছার আহমেদের পুত্র নুর কামাল (২৭), মৃত তৈয়বের পুত্র রিদুওয়ান (১৮) ও তার ভাই সুফিয়ান (১৬) এবং মৃত শফি আলমের পুত্র এনায়েত (২০)। তবে, একটি চক্র তাদেরকে রাজমিস্ত্রী কাজ করার জন্য এনেছেন। এসব রোহিঙ্গাদের দেয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলে গণমাধ্যমকে জানান কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চারজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়। এসব রোহিঙ্গারা কুতুবদিয়ায় কাদের সহযোগিতায় এসেছে সে বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে ক্যাম্পে ফেরত পাঠানো হবে।