কিল্লার আন্দর ব্লাড ব্যাংক’র প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেনকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক :
জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন কিল্লার আন্দর ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন লোহাগাড়া সমিতি চট্টগ্রাম এর অর্থ সম্পাদক হিসাবে নির্বাচিত হওয়ায় কিল্লার আন্দর ব্লাড ব্যাংক এর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আরাফাত আইটি ইনস্টিটিউটর অডিটরিয়ামে।
সাংগঠনিক সম্পাদক ফখরুল আজীম এর সঞ্চালনায় ও প্রতিষ্ঠাতা পরিচালক রাকিবুল হাসান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠন এর প্রধান উপদেষ্টা, লোহাগাড়া সমিতি চট্টগ্রাম এর অর্থ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, সংগঠন এর সভাপতি কুতুবউদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠন এর পরিচালক আরাফাত হোসেন, শুভাকাঙ্ক্ষী শাহাবুদ্দিন, মোহাম্মদ রফিক, রিদুয়ানুল হক, মোহাম্মদ শহীদ, আরশাদ দিনার, ইমরুল কায়েস, নবাব, রাকিব, অন্তর দাশ প্রমূখ।
প্রধান অতিথি আনোয়ার হোসেন বলেন, মানবতার কল্যাণে যে কোন সময় আমি মানুষের পাশে থাকব, আর্থিক, মানসিক ও শারীরিকভাবে আমি সংগঠন এর জন্য সর্বোচ্চ করে যাব ইনশাআল্লাহ্।
কিল্লার আন্দর ব্লাড ব্যাংক ২০১৭ সালের ২১শে ফেব্রুয়ারী এ(+) পজিটিভ রক্তদানের মাধ্যমে কার্যক্রম শুরু করে। শুরু থেকে শেষ পর্যন্ত অত্র সংগঠন অসংখ্য মুমূর্ষু রোগীর পাশে দাড়িয়েছেন। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ, বৃক্ষ রোপণ কর্মসূচি থেকে শুরু করে জাতীয় দিবস উদযাপন করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে।