কিডনী রোগে আক্রান্ত সোহেল বাঁচতে চান, মানবিক সাহায্যের আবেদন
আনোয়ারা চট্টগ্রাম প্রতিনিধি
আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের মহতর পাড়া গ্রামের মরহুম বেলাল সিকদারের ছেলে সোহেল সিকদারের (৩২) দুটি কিডনী নষ্ঠ হয়ে গেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।সোহেলকে এখন প্রতিদিন ডায়ালাইসিস করা হচ্ছে। চিকিৎসক বলেছেন, তাকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন করাতে হবে। এ জন্য ১৫ লাখ টাকার প্রয়োজন। কিন্তু এতো টাকা দরিদ্র সোহেলের পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় দরিদ্র সোহেল বেঁচে থাকার আশায় সমাজের হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
কিডনী আক্রান্ত সোহেল জানান, আমার দুইটা কিডনি ডেমেজ হয়ে গেছে। সবাই এগিয়ে আসুন, আমাকে বাঁচান। আমার কোনো ভাই নাই যে আমাকে সাহায্য করবে এবং আমার বাবা ও নাই। আমি চিকিৎসার অভাবে মারা যাবো সবাই যদি সহযোগিতায় এগিয়ে আসুন আমি হয়তো আবারও হাসি খুশিতে সবার মাঝে ফিরে আসতে পারি। তাই যে যেভাবে পারেন আমার পাশে দাঁড়ান। সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।
সাহায্য পাঠাতে সোহেল সিকদারের ইসলামী ব্যাংক আনোয়ারা শাখার হিসাব নং-20503670200119116, বিকাশ নাম্বার- ০১৮১২১৪৯৮৬৯, নগদ নাম্বার-০১৭৯০১২০২৮২।