কর্ণফুলীতে অস্ত্রসহ গ্রেপ্তার ২যুবক
মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা থেকে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (২৩ আগস্ট) কর্ণফুলী থানার বৈরাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামীরা হলেন, আনোয়ারা থানার দক্ষিণ পরুয়াপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. শিহাবুল ইসলাম (১৯) এবং একই এলাকার নবী হোসেনের ছেলে জায়েদ (১৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার।
তিনি বলেন, কর্ণফুলী থানার বৈরাগী ইউপি এলাকায় অস্ত্র কেনা-বেচার জন্য কিছু লোক অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে বুধবার (২৩ আগস্ট) অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। এসময় শিহাবুল ইসলামের কোমর থেকে ১টি অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিরা অস্ত্র হেফাজতে রাখার বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, এই অস্ত্র দিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। এছাড়াও বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদক ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিতে ব্যবহার করতো বলে জানায় র্যাবের এই কর্মকর্তা।
পরে গ্রেপ্তারকৃত আসামীদের আলামতসহ কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।