কটিয়াদীতে বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত
মোঃ মোফাসসেল সরকার,বিশেষ প্রতিনিধি,
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কটিয়াদী উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগি সগঠনের নেতারা শান্তি সমাবেশ কর্মসূচি পালন করেছে।
বুধবার (১৫ই মার্চ) বিকাল ৩ টার দিকে কটিয়াদী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নুর মোহাম্মদ। তাদের নেতৃত্বে বিশাল এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কটিয়াদী উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে বের হয়।
মিছিলটি কটিয়াদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কটিয়াদী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শান্তি সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তব্য দেন-শান্তি সমাবেশের প্রধান অতিথি কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নুর মোহাম্মদ,কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃমুশতাকুর রহমান,কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা এডঃআবু নাসের (সঞ্জু),কটিয়াদী পৌর মেয়র মোঃ শওকত উসমান,উপজেলা, পৌর ও ইনিয়ন আওয়ামীলীগ, মহিলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ,আওয়ামী সেচ্ছা-সেবকলীগ সহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতারা।
এসময় শান্তি সমাবেশের প্রধান অতিথি কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নুর মোহাম্মদ,নেতাদের উদ্দেশে বলেন, একটি কুচক্রি মহল এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার পায়তারা করছে। বর্তমান সরকার প্রধান দেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রানায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়।
জমাত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতাদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরার আহ্বান জানানো হয়।
শান্তি সমাবেশের প্রধান অতিথি কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নুর মোহাম্মদ আরো বলেন,সন্ত্রাসী কার্যকলাপ করে সংবিধান বহির্ভূতভাবে আর ক্ষমতায় যাওয়া যাবে না। এ দেশে আর কখনো সংবিধান বহির্ভূত ভাবে নির্বাচন হবেনা। তাই বাংলার মানুষ স্বাধীনতা বিরোধী কাউকে আর কখনো ক্ষমতায় নিয়ে আসবেনা। তাই দেশের শান্তিময় পরিবেশ যারা নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে রাজনৈতিক ভাবে উচিত জবাব দেওয়া হবে।