কক্সবাজারে একমাত্র ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা

কক্সবাজারে একমাত্র ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:: কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ২নং ধলঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ ই জুলাই) সকাল ৮থেকে লাইনে দাড়িয়ে থাকতে দেখা যায় ভোটারদের ৷ ধলঘাটা ইউনিয়নের প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিলো লক্ষণীয়৷ আইন শৃঙ্খলা বাহিনীর নজির বিহীন টহলদারী জনগণ সম্পূর্ণ আশ্বস্থ হয়ে নির্বিঘ্নে ভোট দিয়েছেন। সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে৷

নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আহসান উল্লাহ বাচ্চু (নৌকা) ৯৬৮ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ৩ হাজার ৬৩২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কামাল উদ্দিন (চশমা) পেয়েছেন ২ হাজার ৬৬৪ ভোট। নির্বাচনে মোট ৯ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এতে পুরুষ সদস্য পদে নির্বাচিত হয়েছে যারা, ১নং ওয়ার্ডে জসিম উদ্দিন ৩১৫ ভোট, ২নং ওয়ার্ডে আতাহার ইকবাল ২০৯ ভোট, ৩নং ওয়ার্ডে মোহাম্মদ জসিম উদ্দিন ১৪৪ ভোট, ৪নং ওয়ার্ডে মোক্তার আহমদ ২৮৫ ভোট, ৫নং ওয়ার্ডে আহসান উল্লাহ ৬০০ ভোট, ৬নং ওয়ার্ডে আবু তালেব ৪৭৬ ভোট, ৭নং ওয়ার্ডে নাছির আহমদ ২৯৩ ভোট, ৮নং ওয়ার্ডে মোঃ হামিদ হোসেন ২৭৩ ভোট, ৯নং ওয়ার্ডে নাছির হায়দার ৬২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন৷

সংরক্ষিত আসনে মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন-১,২,৩ নং ওয়ার্ডে হামিদা বেগম ৪৮৩ ভোট। ৪,৫,৬ নং ওয়ার্ডে মিরাজু বেগম ১০৮৪ ভোট। ৭,৮,৯ নং ওয়ার্ডে মরজিনা খানম পাখি ১১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন৷

উল্লেখ্য, ৯টি ওয়ার্ডে ৯ হাজার ৮৯৯ জন ভোটার। ধলঘাটা ইউনিয়ন পরিষদ ১১ তম নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন ও পুরুষ মেম্বার পদে ৩৯ জন এবং মহিলা মেম্বার পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *