ঐতিহ্যবাহী গোল মোহাম্মদ পাড়া হেফজখানা ও এতিম খানার ৬ষ্ঠ তম বার্ষিক সভা ও তফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নে ০৪ ই ফেব্রুয়ারী - ২৪ ইং রোজ রবিবার গোল মোহাম্মদ পাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে গোল মোহাম্মদ পাড়া হেফজখানা ও এতিম খানার ৬ষ্ঠ তম বার্ষিক সভা ও তফসির কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নুরুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোল মোহাম্মদ পাড়া জামে মসজিদের সভাপতি নেছার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির অর্থ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক রফিক উদ্দিন। শাহপির পোল্ট্রি ফিড এন্ড চিকস সেন্টার স্বাত্তাধিকারী ও গোল মোহাম্মদ পাড়া জামে মসজিদের সহ সভাপতি, সমাজ সেবক সেলিম উদ্দিন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জিরি মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মাওলানা হোসাইন আহমেদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম কোতোয়ালী বায়তুর রহমান জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা শোয়াইবুল ইসলাম তৌহিদী। পুটিবিলা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ও গোল মোহাম্মদ পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আশরাফুল মোস্তফা। সাতকানিয়া মসজিদে তোফায়েল এর খতিম এইচ এম আরিফুল ইসলাম (জিহাদী)।
বক্তারা তাদের মূল্যবান আলোচনায় বলেন, বর্তমান মুসলিম জাহান চরম সংকটে রয়েছে এই সংকট থেকে উত্তরণের জন্য আল্লাহ প্রদত্ত কোরআন ও রাসূলের প্রদর্শীত পথ অনুসরণ করতে হবে। বর্তমান মুসলিম উম্মাহার উচিত নিজেদের মধ্যে বিবাদ ভূলে গিয়ে এক টেবিলে বসে ঐতিহাসিক ঐক্য সৃষ্টি করা।