এস আই দুলাল হোসেনের (পিপিএম) এর বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা
রিপোর্ট - মিনহাজ বাঙালী
সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার ও কমিউনিটি পুলিশিং অফিসার এস আই (নিরস্ত্র) মো: দুলাল হোসেন পিপিএম এর বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়৷ ২৯মে সোমবার
বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার
শিবলী নোমান ও সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার কর্মরত অফিসারগণ। দীর্ঘ ২বছর ৪ মাস সাতকানিয়া থানায় কর্মরত ছিলেন
তিনি,দুলাল হোসেন পিপিএম এর বদলির খবর পেয়ে থানায় তাকে দেখতে ছুটে আসে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত দুলাল হোসেন পিপিএম, বিদায়ী সংবর্ধনা জানান সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকরাও ।
বিদায় বেলায় এসআই দুলাল হোসেন বলেন, সাতকানিয়ায় আসার পর থেকে এখানকার মানুষের যে ভালোবাসা পেয়েছি তা কখনো ভুলার নয়,কাজের সময় চেষ্টা করেছি সাধারণ মানুষের সাথে মিশে তাদের অভিযোগ এবং বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করেছি
সাতকানিয়া থেকে পটিয়া কালারপুল পুলিশ ফাঁড়িতে যোগ দেবেন তিনি।
এছাড়াও বদলি হচ্ছেন সাতকানিয়া থানার এস আই (নিরস্ত্র) মো: মমিন হোসেন।