এসি বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত ০৫ জন
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কে ঢাকাগামী যাত্রীবাহী মিয়ামী এসি পরিবহনের সাথে কক্সবাজার মুখি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশু সহ আহত ০৫ জন। যান চলাচল বন্ধ ছিল প্রায় এক ঘন্টা।
১৭ ই সেপ্টেম্বর রাত আনুমানিক ৮:১৫ মিনিটের সময় চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার অন্তর্গত আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা ব্রিজের পাশে এই দূর্ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান,ঢাকা মুখি যাত্রীবাহী মিয়ামী এসি বাসটি (যার নং ঢাকা মেট্রো - ব ১২-০৪৪৬) কে কক্সবাজার মুখি মালবাহী ট্রাকটি (যার নং চট্র মেট্রো-চ ১১-১২৩৬) নিয়ন্ত্রণ হারিয়ে মিয়ামী এসি বাসের সামনে ধাক্কা লেগে মুখোমুখি সংঘর্ষ হয় এতে নারী ও শিশু সহ ০৫ জন আহত হয়। স্থানীয়রা এগিয়ে এসে গাড়িতে আটকা পড়াদের উদ্ধার করে। আহতদের হাসপাতালে নিয়ে যায়।
এতে তীব্র যানযট সৃষ্টি হয়,প্রায় ৪০ মিনিট যানচলাচল বন্ধ ছিল।
লোহাগাড়া হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফানের কাছে জানতে চাইলে তিনি বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে দ্রুত ফোর্স পাঠিয়ে দূর্ঘটনা কবলিত গাড়ি দুইটি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বভাবিক করি। বর্তমানে গাড়ি ২ টি থানা হেফাজতে রয়েছে।