এক মাত্র উপার্জন কারীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দিদারুলের পরিবারে।
আবুল কালাম আজাদ (লোহাগাড়া) চট্টগ্রাম।
বাড়ির মধ্যে বিদ্যুৎতের ওয়ারিং এর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিদারুল আলম (৩২) নামে ২ সন্তানের জনকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
১৬ ই জানুয়ারি -২৪ ইং রোজ মঙ্গলবার বার বিকাল ৫ টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ইসলামিয়া পাড়ায় ভাইয়ের বাড়িতে কাজ করার দিদারুল আলম মারা যায়,সে মৃত ফৌজুল করিমের পুত্র।
স্থানীয় সুত্রে জানাযায়, দিদারুল আলম একজন প্রবাসী ছিলেন, বিগত ৫ বৎসর আগে প্রবাস থেকে আসার পর আর বিদেশে যায়নি। বাড়ির পাশে একটি দোকান করত পাশাপাশি দিন মজুরের কাজ করত, ঘটনার দিন দিদারুল আলম ইলেকট্রিক মিস্ত্রির সাথে তার ভাইয়ের বাড়িতে কাজ করছিল বিকাল ৫ টার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হলে সাথে সাথে স্বজনরা দ্রুত লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার থাকে মৃত ঘোষণা করেন।
দিদরুল আলমের ৭ বৎসরের এক ছেলে ৫ বৎসরের এক মেয়ে রয়েছে।
চুনতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জুনু (কোম্পানির) কাছে জানতে চাইলে তিনি বলেন , খবর পেয়ে আমি ঘটনা স্থলে গিয়েছি কাজ করার সময় অসাবধানত কারণে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দিদারুল আলম মারা যায়।
এই ব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম জানান,থানায় এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখে আইন গত ব্যবস্থা নেয়া হবে।