ইসলামিক ফাউন্ডেশন লোহাগাড়া শাখার উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
আবুল কালাম আজাদ, লোহাগাড়া চট্টগ্রাম।
পাকিস্তানের দেওয়া আবদ্ধ শিখল থেকে মুক্ত ও স্বাধীন ভাবে বেচে থাকার জন্য যারা নিজের জীবন বিলিয়ে দিয়ে বিশ্ব মানচিত্রে ক্ষুদ্র রাষ্ট্র বাংলাদেশ কে স্থান করে দিয়েছে তাদের স্মরণে আলোচনা সভা আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২৬ শে মার্চ সকাল ১১ টায় ইসলামিক ফাউন্ডেশন লোহাগাড়া শাখার উদ্যোগে লোহাগাড়া উপজেলার মডেল মসজিদে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন লোহাগাড়া শাখার কেয়ারটেকার মোহাম্মাদ রাশেদুল হকের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্ল্যার সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলার মাধ্যমিক অফিসার নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মাওলানা আশরাফ আলী, আইয়ুব আলী, হেলান উদ্দীন, আবুল হাশেম।
মোনাজাত ও দোয়া পরিচালনা করেন, লোহাগাড়া মডেল মসজিদ ইমাম মাওলানা আব্দুল গফুর।
অনুষ্ঠানে ইসলামিক ফাউণ্ডেশনে কর্মরত ১৪৫ জন শিক্ষক উপস্থিত ছিলেন।