ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে ক্লাস পার্ঠি অনুষ্ঠিত
দক্ষিণ চট্টলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ে নার্সারী থেকে দশম শ্রেণি পর্ষন্ত উৎসব মুখর ও নান্দনিক পরিবেশে ক্লাস পার্ঠি অনুষ্ঠিত হয়।
৬ নভেম্বর সোমবার সকাল ১০টায় সকল শ্রেণি কক্ষে অনুষ্ঠিত ক্লাস পার্ঠি শুভ উদ্বোধন করেন ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন ভুইয়া সুমন।
একান্ত সাক্ষাৎকারে প্রধান শিক্ষক বলেন ছাত্র ছাত্রীদের মাঝে প্রাণ চান্চল্য ও সৃজনশীল মন-মানসিকতা তৈরী করতে আমাদের প্রতি বছরের মত এবারও ব্যতিক্রম আয়োজন নানন্দিক "ক্লাস পার্টি" প্রোগ্রাম। এই উৎসবে ছাত্র-ছাত্রীরা নানা রঙের ছবি আঁকে, বিভিন্ন নাস্তা সহ নানা আয়োজনে ক্লাসকে মাতিয়ে তুলে। তাতে করে তাদের পড়াশোনা একগোঁয়ামি মানসিকতা ও একাতীত্ব কেটে যায়। তাই প্রত্যেক ক্লাসে ছাত্র ছাত্রীদের স্ব-উদ্দ্যেগে চমৎকার এই আয়োজনটি শ্রেণী শিক্ষকদের তত্ত্বাবধানে করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের ডাইরেক্টর আলহাজ্ব ফজলুল হক আজাদ, লোহাগাড়া উপজেলা নিবার্হী অফিসার এর সহর্ধমিনী ও অভিভাবক মিসেস শরীফ উল্যাহ, ডাইরেক্টর মনজুরুল আলম, সহকারী প্রধান শিক্ষক আমজাদ হোসাইন, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের বাংলা বিভাগের প্রফেসর সেতার উদ্দিন আহমেদ, স্কুলের কো-অর্ডিনেটর মাষ্টার আব্দুল হক, লোহাগাড়া আইডিয়াল স্কুলের সভাপতি মোহাম্মদ আব্বাস উদ্দিন, মাহমুদুল হাছান সহ স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ও স্কুল পরিচালনা কমিটির সদস্য।