আলীকদম সেনা জোন কমান্ডার কর্তৃক পূজা মন্ডপ পরিদর্শন

আলীকদম সেনা জোন কমান্ডার কর্তৃক পূজা মন্ডপ পরিদর্শন

বেলাল আহমদ,নিজস্ব প্রতিবেদক,
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি, উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য প্রতিনিয়ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপারেশন উত্তরণের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের বিভিন্ন রিজিয়নের অধীনে থেকে জোনসমূহ তাদের দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক উন্নয়নের জন্য বেসামরিক প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। আলীকদম জোনের আওতাধীন এলাকায় বাঙ্গালী, পাহাড়ী ও মুসলমান ছাড়াও সনাতন ধর্মালম্বী হিন্দু, বৌদ্ধ ও বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠী বসবাস করে। সাধারণ জনগনের মধ্যে অসাম্প্রদায়িক মনোভাব তৈরিতে জোন সর্বদা সচেষ্ট থাকে। শারদীয় দূর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। অসাম্প্রদায়িকতার নিদর্শণ হিসেবে জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান, পিএসসি, আজ ২২অক্টোবর রবিবার আলীকদম কেন্দ্রীয় হরি মন্দির, নয়াপাড়া বনিকপাড়া সার্বজনিন শ্রী শ্রী মন্দির এবং শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্ডপ পরিদর্শন করেন। জোন কমান্ডার মহোদয় পূজা মন্ডপে পূজা পরিদর্শনের সময় সকলের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজা পরিচালনা কমিটির নিকট মিষ্টি বিতরণ করেন। জোন কমান্ডার মহোদয় এ সময় উপস্থিত সকলকে বলেন, নির্বিঘ্নে ধর্মীয় মহোৎসব পালনের স্বার্থে এবং সুষ্ঠুভাবে পুজা পরিচালনার লক্ষ্যে আলীকদম জোন কর্তৃক সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *