
আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্টান অনুষ্ঠিত।
লোহাগাড়া চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে নবীন বরণ, অভিভাবক সমাবেশ, গুণীজন সংবর্ধনা ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৪ ই ফেব্রুয়ারী -২৫ ই মঙ্গলবার দুপুর ১২ টায় আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উক্ত অনুষ্টান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিলেন স্কুল কর্তৃপক্ষ।শিক্ষা ও সামাজিক কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়।
অসহায় দারিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোস্তাক আহমেদ চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বার আউলিয়া ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর শফিকুর রহমান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূরুল ইসলাম। শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি রফিক দিদার।
উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য আমিরাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোহাম্মদ হাসান।লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান। বটতলী শহর উন্নয়ন কমিটির আহবায়ক কাজী নুরুল আলম চৌধুরী।আমিরাবাদ জনকল্যাণ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি তৌহিদ ফয়সাল।আমিরাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি সায়েম চৌধুরী ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন,আমিরাবাদ গোলামবারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার শামসুল ইসলাম । পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ডা: হেলাল উদ্দিন,সেলিম উদ্দীন,এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ,স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আগত অতিথিবৃন্দ সহ আরো অনেকে উপস্থিতি ছিলেন।