আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে সর্বোচ্চ ভোট পেয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হলেন মোঃ হেলাল উদ্দিন।
লোহাগাড়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন।
১৫ ই ডিসেম্বর -২৪ ইং রোজ সোমবার স্কুলের হল রুমে সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়।অভিভাবক সদস্য পদে ২ টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন।মোহাং হেলান উদ্দিন (প্রকাশ ডা.হেলাল) প্যানেল থেকে তিনি সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন তার প্রাপ্ত ভোট ৯৬ টি অভিভাবক সদস্য পদে নির্বাচিতরা হলেন মোঃহেলান উদ্দিন। ২.সেলিম উদ্দিন। ৩.ইলিয়াস। ৪.নাজিম উদ্দীন।বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন, আইরিন সোলতানা।দাতা সদস্য নির্বচিত হন, মামুনুল ইসলাম। শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন, মাস্টার আব্দুস সবুর ওআইয়ুব আমীরী।সর্বমোট ভোটর ছিল ২৩৫ জন। কাস্ট হয়েছে ১৪১ টি ভোট নষ্ট হয়েছে ২ টি।নির্বাচন পরিচালনা করেন, লোহাগাড়া উপজেলা সমবায় অফিসার মোঃ নুর হোসেন।
সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয় ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেন।
সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত অভিভাবক সদস্য মো:হেলাল উদ্দিন বলেন,সদস্যরা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করাই আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, স্কুলের পড়া লেখার মান আগের চাইতে আরো উন্নত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।