আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জামায়াত নেত্রীবৃন্দ
লোহাগাড়া চট্টগ্রাম প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার আওতাধীন আমিরাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে আমিরাবাদ ইউনিয়নে অবস্থিত উত্তর আমিরাবাদ বনিকপাড়া মন্দির, উতকব্রাহ্মণপাড়া মন্দির, মধ্য আমিরাবাদ জনকল্যাণ মন্দির, সুখ ছড়ি কালী মন্দির সহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন, পূজার সার্বিক অবস্থা সম্পর্কে জানা ও তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন । ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেত্রীবৃন্দ
এই সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমিরাবাদ ইউনিয়ন শাখার আমীর অধ্যাপক মোহাম্মদ হাসান। নায়েবে আমীর সাবেক চেয়ারম্যান কাজী নুরুল আলম চৌধুরী। সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন। বায়তুল সম্পাদক মাস্টার রাশেদুল ইসলাম। সমাজ কল্যাণ সম্পাদক মাস্টার মোবারক হোসন।আমিরাবাদ ইউনিয়ন যুব শাখার সভাপতি হাফেজ জাহেদুল ইসলাম। সাধারণ সম্পাদক আরিফুল্লাহ চৌধুরী। জামায়াত কর্মী ডা. হেলাল উদ্দিন, মাস্টার মিজানুর রহমান, শোয়াইবুল, তফসির সহ আরো অনেকে উপস্থিতি ছিলেন।