আমান উল্লাহ পাড়া জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম আনোয়ারা উপজেলার বৈরাগ আমান উল্লাহ পাড়া শাহী জামে মসজিদ প্রাঙ্গনে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (ﷺ) উদযাপন উপলক্ষে আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।গত বৃহস্পতিবার এশার নামাযের পর এলাকাবাসী ও মসজিদ কমিটির উদ্যোগ আয়োজিত মাহফিলে আমান উল্লাহ পাড়া শাহী জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মামুনুর রশিদ এর সঞ্চলনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) তাৎপর্য নিয়ে আলোচনা করেন আমান উল্লাহ পাড়া শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আজগর হোসেন আলকাদেরি৷এসময় তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (ﷺ) এই পৃথিবীতে এসেছিলেন মানবজাতির অন্ধকার দূর করতে। তিনি ধর্ম, সমাজ, ইসলাম ও মানবজীবনের পূর্ণতা দান করে গেছেন। ৫৭০ খ্রীষ্টাব্দের এই দিনে আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নেন নূরনবী হযরত মুহাম্মদ (ﷺ)।
উক্ত মাহফিলে আমান উল্লাহ পাড়া শাহী জামে মসজিদ কমিটির পক্ষে বিশিষ্ট সমাজ সেবক ফারুক আহমদ,হাসান আলী,মামুনুর রশিদ,আবু তাহের,মনিরুল ইসলাম,ইসমাইল সাওদাগর,মোহাম্মদ সেকান্দর,আরফ আলী,মোহাম্মদ ফরিদ সহ এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
মাহফিল শেষে দেশ ও জাতির কল্যানে মোনজাত করা হয়।মাহফিলে কয়েক শতাধিক ধর্মপ্রাণ সুন্নি মুসলমান অংশ গ্রহণ করেন।