আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি)'র
ফিমেল একাডেমিক জোন ঈদ ফেয়ার"২৩ইং উদ্বোধন
(বিশেষ প্রতিনিধি)
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি)'র ফিমেল একাডেমিক জোন এ প্রথম বারের মত শিক্ষিকা, অফিসার এবং ছাত্রীদের সমন্বয়ে ঈদ ফেয়ার"২০২৩ইং এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১ এপ্রিল"২০২৩ইং) ফিমেল একাডেমিক জোন এর উদ্যোগে আয়োজিত ঈদ ফেয়ার ২০২৩ এর উদ্বোধন করেন সম্মানিত বিওটি সদস্য মিসেস খাদিজাতুল আনোয়ার সনি এমপি ও বিওটি সদস্য এবং ফিমেল একাডেমিক জোন এর সম্মানিত চেয়ারম্যান নারীনেত্রী মিসেস রিজিয়া রেজা চৌধুরী।
এসময় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি ঈদ ফেয়ার ২০২৩ এর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইআইইউসির মাননীয় উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, বিওটি ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, ট্রান্সপোর্ট বিভাগের চেয়ারম্যান ড. মাহি উদ্দিন, সাতকানিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাবিবা নাজনীন মুন্নী ও আইআইইউসির শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।
ফিমেল একাডেমিক জোন এর কো-অর্ডিনেটর মিসেস ফারহানা ইয়াসমিন চৌধুরীর তত্ত্বাবধানে এই সুন্দর অয়োজন করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন ল' ডিপার্টমেন্ট এর এসিসটেন্ট প্রফেসর এবং এসিস্টেন্ট প্রক্টর মিস তাসলিমা আক্তার এবং ফিমেল জোন এর অফিসারবৃন্দ।
এদিকে ঈদ ফেয়ার ২০২৩ এ আগত অতিথিরা নারী উদ্যোক্তারদের এগিয়ে আনা এবং ছাত্রীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই ব্যতিক্রমধর্মী আয়োজনের প্রশংসা করেন।