আনোয়ারা সরকারি কলেজে ২০২৩-২৪ সেশনের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠিত।
মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
আনোয়ারা সরকারি কলেজের ২০২৩-২৪ সেশনের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠান আজ (৮অক্টোবর) সকাল ১০টায় কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান শিক্ষক মোসলেহ উদ্দিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মুহাম্মদ রিদুয়ানুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইশতিয়াক ইমন । প্রধান বক্তা ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এম মান্নান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম এ মালেক , আনোয়ারা কলেজের ইংরেজি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক মীর কাশেম চৌধুরী। কলেজের ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র প্রভাষক অয়ন বড়ুয়া,বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি রুপন দত্ত, উপজেলা যুবলীগ নেতা মুজিবুল হক, দক্ষিন জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ফারুকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা আবু আহাসান বাবলু, কলেজ ছাত্রলীগ নেতা মো: জিসান,উপজেলা ছাত্রলীগ নেতা হ্রদয় আইচ,কলেজ ছাত্র লীগ নেতা মিজানুর রহমান হিরু,আব্দুল্লাহ আল নোমান প্রমূখ ৷ এছাড়াও অত্র কলেজের প্রত্যেক বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, কলেজ ছাত্র লীগের নেতৃবৃন্দ সহ অধ্যয়নরত শিক্ষার্থী এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্ম গ্রন্থ পাঠ ও নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের মিষ্টি মুখ করানো হয়।