আনোয়ারা সদর ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আনোয়ারা সদর ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

আনোয়ারা  উপজেলার ৭নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ সেপ্টেম্বর ) বিকেলে সদর ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে নবগঠিত কমিটির পরিচিতি এ সভা অনুষ্ঠিত হয়।

সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উৎপল সেনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মো: জাহেদুল ইসলামের এর সঞ্চালনায় পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী,প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জাফর উদ্দিন চৌধুরী ( ভিপি জাফর), যুগ্ম সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন, ছগির আহম্মদ আজাদ, আনোয়ারা সদর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সদস্য অসীম কুমার দেব, উপজেলা আওয়ামীলীগের সদস্য নজরুল ইসলাম বকুল,উপদেষ্টা পরমেশ চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তী বাবু, দক্ষিণ জেলা যুবলীগ নেতা আলী আব্বাস সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

সভায় আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীককে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো আনোয়ারা কর্ণফুলী আসনটি উপহার দেওয়া এবং পুনরায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে মন্ত্রী হিসেবে পেয়ে উন্নয়ন এর ধারাকে অব্যাহত রাখার প্রত্যয় ব্যাক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *