আনোয়ারার ফুটবল টুর্নামেন্ট এর খেলার উদ্ভোধন
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারার ৮নং চাতরী ইউনিয়নে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর খেলার উদ্ভোধন করা হয়েছে।
আজ সোমবার (১৭জুলাই) সকাল সাড়ে ১০টায় সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন আনোয়ারা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনোয়ারুল কাদের।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রন্জন ভট্টাচার্য, আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি রুপন দত্ত, আনোয়ারা প্রেসক্লাবের সহ-সভাপতি খালেদ মনসুর, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ খান চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ কিউ এম সাইফুল্লাহ খান চৌধুরী, সদস্য শিবু বর্ধন, বিদ্যালয়ের ভূমিদাতা লিটন মল্লিক,প্রধান শিক্ষকদের মধ্যে নিলাম তবির,রুপন কান্তি শীল,কনিকা চৌধুরী, আয়শা সিদ্দিকা,বীণা চৌধুরী, স্বপ্না মল্লিক, শাহনাজ বেগম, মিতা দে,ঝর্না চক্রবর্ত্তী, আমেনা বেগম প্রমুখ।