আনোয়ারায় ৫শ লিটার মদসহ আটক ৩
মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৫শ লিটার মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (০৪ ঠা অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বটতলী রুস্তম হাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, মো: নাজির (৩৮), নুরুল আলম (২৬), মো: জাহেদ (২১)।
এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মদ জানান, বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় এবং তাদের হেফাজতে থাকা ১২ মণ ২০ লিটার মদ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে বলেও তিনি জানান।