আনোয়ারায় সরকারি জমির টপসয়েল কাটার দায়ে ৫০হাজার টাকা অর্থদণ্ড
আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সরকারি খাস জমি থেকে মাটি কাটার দায়ে নুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১৭ মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে তৈলারদ্বীপ ব্রীজের পাশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, মাটি কাটায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তৎক্ষণাৎ জরিমানা পরিশোধ না করায় তাকে জরিমানা অনাদায়ে জেলে প্রেরণ করা হয়। আজ (বৃহস্পতিবার) জরিমানা আদায় করায় ছেড়ে দেয়া হয়।