আনোয়ারায় "সফল উদ্দোক্তা সম্মাননা" অনুষ্ঠিত
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সমন্বিত কৃষি ইউনিটের (মৎস্য খাত)র আওতায় "সফল উদ্দোক্তা সম্মাননা" অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষে মমতা'র আয়োজনে বুধবার (২১ জুন) বিকেলে উপজেলার পরিষদের অডিটোরিয়ামে এক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মমতা'র প্রধান নির্বাহী রফিক আহামদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সমরঞ্জন বড়ুয়া। অন্যান্যদের মধ্যে মমতা'র সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, এএলএফ ইউনিটের সহকারী পরিচালক এনামুল হক, আশেক উদ্দিনসহ মমতা'র এএলএফ ইউনিটের কর্মকর্তা ও সহকারী কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, অনুষ্ঠানে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতে ২ জন করে মোট ৬ জনকে সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক প্রদান করা হয়।