আনোয়ারায় ষড়যন্ত্রের আঁচ পেয়ে থানায় অভিযোগ
আনোয়ারা ( চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ষড়যন্ত্রের পূর্বআঁচ পেয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন শ্যামল কান্তি সিকদার (৫৬) নামের এক ব্যক্তি।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে ৪জনকে অভিযুক্ত করে এই লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযুক্তরা হলেন, প্রদীপ সরকার (৩৫), আলো বালা দাশ (৫০), নিশান সরকার (৩২), পোপন সরকার (৪৫)। তারা সবাই বারখাইন ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের বাসিন্দা।
অভিযোগপত্রে শ্যামল কান্তি সিকদার বলেন, অভিযুক্ত আলো বালা দাশ'র সাথে আমার জায়গা-জমি সংক্রান্তে বিরোধ সহ মামলা-মোকাদ্দমা চলমান আছে। যার প্রেক্ষিতে সে এবং তার সহযোগী অপরাপর অভিযুক্তরা সবসময় আমার ক্ষতি করার ষড়যন্ত্র করে আসতেছে। এরই পেক্ষিতে গত ১৭ সেপ্টেম্বর (রবিবার) একটি মাধ্যমে জানতে পারি "অভিযুক্ত আলো বালা দাশ তার নিজের সন্তানকে লুকিয়ে রেখে আমার বিরুদ্ধে অপহরণ মামলা সাজাবে"।
অভিযোগের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত প্রদীপ সরকার বলেন, এগুলো সব মিথ্যা এবং বানোয়াট, আমরা এধরনের কোন কথা বলিনি।
এবিষয়ে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আতাউল হক চৌধুরী বলেন, এই বিষয়ে শ্যামল কান্তি সিকদার একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।