আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির বেল্ট প্রদান
মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির শিক্ষার্থীদের মাঝে হলুদ বেল্ট ও সনদ প্রদান করা হয়েছে।
শুক্রবার (২১ জুন) আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রশিক্ষণ স্থলে শিক্ষার্থীদের মাঝে এসব সনদ ও বেল্ট বিতরণ করেন একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক মহসিন পারভেজ।
বেল্ট উক্তীর্ণ শিক্ষার্থীরা হলেন, নুরুল আজম, শ্রাবান্তী বডুয়া, রাহনুমা, ওয়াসিফ, নিলয় মিত্র, আপনান,আরিফ, রানা,তন্নী দত্ত, আসাদুল্লাহ, রামিসা,ফায়সাল।
এসময় অন্যান্যদের মধ্যে একাডেমির সিনিয়র শিক্ষার্থী মানিক, নুরুম আজিম মামুন, মিসকাত প্রমুখ উপস্থিত ছিলেন।