আনোয়ারায় বৃষ্টি হলেই চাতরী চৌমুহনী বাজারের জলাবদ্ধতা, জনসাধারণের দুর্ভোগ
মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামে আনোয়ারা উপজেলার প্রাণ কেন্দ্র চাতরী চৌমুহনী বাজারের অল্প বৃষ্টিতে সড়কের জমে যাচ্ছে পানি।পানি জমে থাকার কারণে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে যাতায়াতকারী পথযাত্রীদের। এমন কর্মকাণ্ডের ক্ষোভ প্রকাশ করতেছে সচেতন মহল। সচেতন মহলের দাবি চাতরী চৌমুহনী বাজার যে হারে ইজারা আদায় হচ্ছে সেই হারে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি।
জানা যায়, কেইপিজেড, সিইউএফএল, কাফকো, কর্ণফুলী টানেলের শ্রমিক-কর্মচারী, পর্যটন কেন্দ্র পারকী সমুদ্রের সৈকতের যাতায়াতের মূল কেন্দ্র হচ্ছে চাতরী চৌমুহনী বাজার সিইউএফএল সড়কটি। কিন্তু বৃষ্টি নোংরা পানি ময়লা আবর্জনার জলাবদ্ধতা দুর্ভোগের কাটা হয়ে দাঁড়িয়েছে। চরম ভোগান্তিতে চলাচল করতে পথযাত্রী।
সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, চাতরী চৌমুহনী বাজারের সিইউএফএল সড়কের কাঁচাবাজার পর্যন্ত ময়লা আবর্জনাসহ পানি জমে আছে। পথযাত্রীরা সীমাহীন ভোগান্তি নিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে। সড়কের কাঁচাবাজারে,হোটলের, মুর্দি দোকানদারের ময়লা আবর্জনা অধিকাংশ ড্রেন ভরপুর। ড্রেন দিয়ে পানি চলাচলের নেই উপযুক্ত সংযোগ।
এ বিষয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইশতিয়াক ইমন জানান চাতরী চৌমুহনী বাজারের পানি নিষ্কাশনের জন্য আগের মাসিক সমন্বয়ন সভা আলোচনা হয়েছে। আমাদের চেয়ারম্যান সাহেব দায়িত্ব নিয়েছে। এক্সচেঞ্জ রোডের সাথে আলোচনা করে সমাধান করবে। আপনি চেয়ারম্যান সাহেবের সাথে যোগাযোগ করুন।
চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল জানান, রোডস এন্ড হাইওয়ে রোডে
আমরা হাত দিতে পারিনা।তারপরও এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা চেষ্টা করছি।বঙ্গবন্ধু টানেল সংযোগ সড়কের যে ৬ লাইনের কাজ চলতেছে। তা উচু হয়ে যাওয়ার পরে আমাদের ইউনিয়ন পরিষদের অর্থায়নের যে ড্রেন ছিল।যা বাজার থেকে দক্ষিণ দিকে খালে গিয়ে পানি গুলো পড়তো।এরা রাস্তা প্রশস্ত করার সময় ড্রেনটা নষ্ট করে পেলছে।যার কারণে পানি গুলো কোন দিক দিয়ে যেতে পারতেছে না। চাতরী চৌমুহনী বাজারের সিইউএফএল সড়কের মোড় থেকে পাঁচ সিকদারের বাড়ি কালর্ভাটের খাল পযর্ন্ত ড্রেন নির্মাণ করে পানি গুলো নিষ্কাশন ব্যবস্থা করতে হবে।তা না হলে পানি নিষ্কাশনের বিকল কোন পথ নেই। ড্রেনটা প্রস্তাবনা জন্য আমরা ইউএনও স্যারকে দিচ্ছি। বাজেট বাস্তবায়ন হলে উপজেলা আওতায় কাজ হবে।