আনোয়ারায় বিরোধপূর্ণ জায়গা দখলে নেওয়া চেষ্টা, থানায় অভিযোগ
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আদালতের নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জায়গা দখলে নেওয়ার চেষ্টায় প্রতিবেশীদের বিরদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন কাজল দত্ত (৪৫)।
মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) বিরোধপূর্ণ জায়গাটি দখলে নিতে গেলে কাজল দত্ত বাদী হয়ে ৪জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, দিলীপ দত্ত (৬৫), মৃদুল দত্ত (৬০), সুমন দত্ত (৩৫), সুজন দত্ত (৩৮)। তারা সকলেই উপজেলার চাতরী ইউনিয়নের পূর্ব সিংহরা-পশ্চিমকন্যারা গ্রামের বানেশ্বর দর্জির বাড়ীর বাসিন্দা।
অভিযোগে কাজল দত্ত জানান, কাজলদত্তের বসত ঘরের সাথে লাগানো ৫ ফুট ৫ ইঞ্চি পরিমাণ ভূমি নিয়ে অভিযুক্তদের সাথে আদালতের ১৪৫ ধারার মামলা সহ অন্যান্য মামলা চলমান রয়েছে। পাশাপাশি স্থানীয় ইউপি কার্যালয়েও বিরোধ নিষ্পত্তির প্রচেষ্টা অব্যহত রয়েছে। এরই মাঝে অভিযুক্তরা স্থাপনা নির্মাণের চেষ্টা করলে আমরা তাদের বাঁধা প্রদান করি। এতে তাঁরা আমাদের উপর চড়াও হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী প্রতিবেশীরা জানান, মঙ্গলবার অভিযুক্তরা বিরোধপূর্ণ জায়গায় স্থাপনায় টিন লাগাতে আসে এমন সময় কাজল দত্তের পরিবার বাঁধা দিলে তারা কাজল দত্তের পরিবারকে বিভিন্ন হুমকি দেয়। পরবর্তীতে তারা থানায় অভিযোগ দিতে গেলে দিলীপ দত্তের পরিবার নিজে নিজে তাদের ঘরের টিন কেটে পেলে এবং মহিলা নিজেদের কাপড় নিজেরা ছিড়ে ৯৯৯ফোন করে। কাজল দত্তের পরিবারের উপর মিথ্যা অভিযোগ করে।
বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত সুজন দত্ত বলেন, আমরা কেন নিজেদের টিন নিজেরা কাটবো! তারা আমাদের উপর হামলা করে আমাদের ঘরের টিন কেটে ফেলেছে এবং পরিবারের মহিলা সদস্যদের উপর হামলা চালিয়েছে।
এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মেদ জানান, এঘটনায় পাল্টাপাল্টি দু'টা অভিযোগ পেয়েছি৷ আমাদের অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে।