আনোয়ারায় বার্ষিক পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
আনোয়ারা উপজেলার মালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক গায়ত্রী দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইলধর ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিন, উদ্বোধক ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আনোয়ারুল কাদের, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাস্টার সামশুল আলম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সানাউল্লাহ কাউছার, অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোহাম্মদ মফিজুর রহমান।
অনু্ষ্ঠানর সার্বিক সহযোগীতায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হামিদা আক্তার, ইয়াছমিন আক্তার, জসিম উদ্দিন, মনীষা ধর, খুকী আকতার, সীমা রানী চৌধুরী । এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্হিত ছিলেন।