আনোয়ারায় বটতলী বাজারে হকারে অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীদের অভিযোগ
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
আনোয়ারার অন্যতম ব্যস্ততম এলাকা বটতলী বাজার। এক সময় পুরো আনোয়ারার প্রাণকেন্দ্র হলেও তীব্র যানজটের কারণে দিনকে দিন গুরুত্ব হারাচ্ছে বাজারটি। বিভিন্ন অবকাঠামোর উন্নতির ফলে উপজেলার প্রতিটা জায়গায় উন্নয়নের ছোঁয়া লাগলেও ভাসমান দোকানপাট, ফুটপাত দখল করে গড়ে উঠা হকারদের কারণে সৃষ্ট যানজটের ফলে কোনো পরিবর্তন হয়নি বাজারটির। প্রতিমাসে ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন জরিমানা আদায় করা হলেও এসব অভিযানে যেন কোনো প্রভাব ফেলছেনা বটতলী বাজারটিতে।
বুধবার (১৮ অক্টোবর) দুপুরে এসব দখলদার ফুটপাত এবং হকারদের বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ ইশতিয়াক ইমন এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন বটতলী রুস্তম হাটের স্থায়ী প্রাচীন ব্যবসায়ীরা।
অভিযোগপত্রে ব্যবসায়ীরা উল্লেখ করেন, আমরা প্রায় ৬০ বছর ধরে এই ঐতিহাসিক বাজারে ব্যবসা করে আসতেছি। আমাদের এই বাজারটি সোমবার ও শুক্রবারের হাট তথা রুস্তম হাট নামে সুপরিচিত ছিলো। কিন্তু কিছু অসাধু কুচক্রী মহল এই সাপ্তাহিক হাটকে প্রতিদিনের বাজারে পরিণত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং ফুটপাত দখল করে ভাসমান দোকানপাট বসিয়ে চাঁদা আদায় করে যাচ্ছে প্রতিনিয়ত। যার ফলে নিত্যদিন সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। যা উপজেলা প্রশাসন বার বার অভিযান চালিয়েও নিরসন করতে পারছেন না।
অপরদিকে সপ্তাহিক হাটকে প্রতিদিনের হাটে রূপান্তর করায় হাটটির ইজারার গুরুত্ব কমে যাচ্ছে। যার ফলে সরকার বড় ধরনের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
নজরুল ইসলাম নামের এক প্রাচীন ব্যবসায়ী জানান, ইতিপূর্বে একাধিকবার অভিযান পরিচালনা করে রুস্তম হাটের ইয়াকুব আলী মার্কেটের পানবাজারের সামনে মোহছেন আউলিয়া সড়কের ফুটপাত দখলকারী অবৈধ হকার ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় উচ্ছেদ অভিযানের পরও তারা পুনঃরায় রাস্তার ফুটপাত দখল করে পন্যের ফসরা নিয়ে বসে যায়। এই সমস্যার স্থায়ী সমাধানের আমরা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, আমরা প্রায় সময় বটতলী বাজারে অভিযান পরিচালনা করে ফুটপাত দখলমুক্ত করি, এবং অবৈধ দখলদারদের জরিমানা করে থাকি। গত শনিবার ১৪ অক্টোবরও অভিযান পরিচালনা করে বাজারটিতে ১০ দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।