আনোয়ারায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের চ্যাম্পিয়ান বৈরাগ ইউনিয়ন
মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
আনোয়ারা উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ (বালক) ফাইনাল খেলায় ১-০ গোলে চ্যাম্পিয়ান হয়েছে বৈরাগ ইউনিয়ন ফুটবল একাদশ।
শুক্রবার ( ১৬ জুন ) বিকাল সাড়ে ৩টায় উপজেলার সিইউএফএল হাউজিং কলোনী মাঠে বৈরাগ ইউনিয়ন ও বারশত ইউনিয়নের মধ্যকার এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল টুর্ণামেন্টে উপজেলা নির্বার্হী অফিসার ইশতিয়াক ইমনের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন। এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম.এ কাইয়ুম শাহ্।
প্রতিদ্বন্দিতামূলক খেলায় দ্বিতীয়ার্ধে মোঃ সিফাতের ১-০ গোলে করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন বৈরাগ ইউনিয়ন ফুটবল একাদশ।