আনোয়ারায় প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ
মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
“শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
বুধবার (পহেলা মার্চ) উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এসব ল্যাপটেপ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইশতিয়াক ইমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মিণাল কান্তি ধর, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আনোয়ারুল কাদের,সহকারী শিক্ষা অফিসারদের মাঝে রঞ্জন ভট্টাচার্য, বিটন কান্তি দেব, সানাউল্লাহ কাউছার, উপজেলা রিসোর্স সেন্টারের ইনেষ্টেক্টর শেখ মাহবুব, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম.নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।