আনোয়ারায় প্রশাসনের দুই অভিযান
মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ফুটফাট ও রাস্তা অবৈধভাবে দখল করায় ৬টি মামলায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (১৮ জুন) সন্ধা ৭টার পর থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে বটতলী মোহসেন আউলিয়ার মাজার সংলগ্ন রাস্তায় এই অভিযান পরিচালনা করা হয়।
এর আগে বিকেল ৫টায় পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে হাইলধরে চানখালী পয়েন্টে শঙ্খ নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়।
এসব অভিযানের বিষয়ে তিনি জানান, ২০জুন মোহসেন আউলিয়ার ওরশকে সামনে রেখে ফুটফাট ও রাস্তা অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। এর আগে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয় তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় উত্তোলিত বালু জব্দ করা হয়।