মো আরাফাত আনোয়ারা চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বমূল্য ও অবৈধ মজুত প্রতিরোধে বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন। এসময় ব্যবসায়ীদের পেঁয়াজের গোডাউন এবং মজুদের স্থানের তালিকা সংগ্রহ করছে মনিটরিং দায়িত্বরত কর্মকর্তারা।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন হাট-বাজারে তালিকা সংগ্রহের বিজ্ঞপ্তি প্রচার করা হয়।
এসময় ব্যবসায়ীদের হতে প্রাপ্ত তালিকার বাইরে অন্য কোনো উপায়ে পেঁয়াজ অবৈধভাবে মজুদ এবং নির্ধারিত মূল্যের অধিক দামে পেঁয়াজ বিক্রি করা হলে উপজেলা প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইশতিয়াক ইমন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন, কৃষি অফিসার রমজান আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা রমরঞ্জন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।