আনোয়ারায় পল্লী বিদ্যুতের ইলিকট্রিশিয়ানের উপর সন্ত্রাসী হামলা, থানায় অভিযোগ
আনোয়ারা চট্টগ্রাম প্রতিনিধি
আনোয়ারায় পল্লী বিদ্যুতের এক ইলেকট্রিশিয়ানের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে ।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার রাতে আনোয়ারা থানায় তপন নাথ (৫১) নামে এক ইলেকট্রিশিয়ানের উপর হামলার ঘটনায় আনোয়ারা পল্লী বিদ্যুৎ সমিতির মাঠকর্মী আশরাফুল ইসলাম, আবদুল কাদেরসহ স্থানীয় আশিষ নাথ ও দিলিপ নাথের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত তপন নাথের ছেলে অজয় নাথ (২০)।
অজয় নাথ জানান, মঙ্গলবার দুপুরে অবৈধ সংযোগ দিয়েছে জানিয়ে পল্লী বিদ্যুতের দুইকর্মী আশরাফুল ইসলাম, আবদুল কাদেরসহ স্থানীয় আশিষ নাথ ও দিলিপ নাথ এসে আমার ঘরের মিটার এবং ক্যাবল তার নিয়ে যায়। এসময় আমার বাবা তাদের বাঁধা দিলে তারা আমার বাবাকে লোহার রড-কাট দিয়ে মারধর করে এবং নগদ টাকা নিয়ে নেয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এঘটনায় আমরা আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।
তিনি আরও জানান, আমাদের ঘরে কোনো অবৈধ সংযোগ ছিলো না। দীর্ঘদিন ধরে আশিষ নাথের সঙ্গে আমাদের বিরোধ চলে আসছে। সে বিরোধের জের ধরে আশিষ পরিকল্পিতভাবে এঘটনাটি ঘটিয়েছে।
জানতে চাইলে স্থানীয় আশিষ নাথ বলেন, অবৈধ সংযোগ নিয়ে তাদের মধ্যে মারধরের ঘটনা ঘটে। সেখানে আমাকে জড়ানো হচ্ছে।
আনোয়ারা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. জসিম উদ্দিন বলেন, তপন নাথ নামে এক ব্যক্তি ঘরের মিটার থেকে জমির পাম্পে অবৈধ সংযোগ দেওয়ার বিষয়টি জানতে পারলে আমাদের দুইজন কর্মী সংযোগটি বিছিন্ন করতে গেলে সেখানে তপনের সঙ্গে মারধরের ঘটনা ঘটে। এসময় তারা কর্মী দুইজনের মোবাইল ফোন কেঁড়ে নেন। এঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নিব।