আনোয়ারায় জুলহাস হত্যাকাণ্ডের বিচার চেয়ে এলাকাবাসীর মানববন্ধন
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জায়গায় জমির বিরোধের জের ধরে সংঘঠিত মোবারক হোসেন জুলহাস হত্যাকাণ্ডের বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (৪ঠা মে) আনোয়ারা থানার সামনে জুলহাসের পরিবার, এলাকাবাসীর উপস্থিতিতে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষ থেকে মোহাম্মদ ফরিদ, কায়সার, আবুল হাশেম, সেলিম, আব্দুল আলিম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, আমাদের জুলহাসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি।
উল্লেখ্য যে, গত শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বারখাইন ইউনিয়নের ছৈয়দ কুচাইয়া এলাকায় জায়গা জমির বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মো: মোবারক হোসেন জুলহাস (৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়। পরবর্তীতে সোমবার (পহেলা মে) সকালে চট্টগ্রাম রয়েল হসপিটাল (প্রাঃ) লিমিটেডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে সে। এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুল আলিম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।