আনোয়ারায় জায়গা নিয়ে বিরোধের জেরে চাচার মারধরে ভাতিজা খুন
মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
আনোয়ারায় বাড়ির সীমানা বিরোধের মামলায় হারের জের ধরে মারধরের ঘটনায় মো. মোবারক হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় উপজেলার বারখাইন ইউনিয়নের ছৈয়দ কুচাইয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১মে) দুপুরে চট্টগ্রাম রয়েল হসপিটাল (প্রাঃ) লিমিটেড এ মোবারক মারা যান। নিহত মোবারক হোসেন ছৈয়দ কুচাইয়া এলাকার মৃত নুরুল আলম এর ছেলে। মোবারক পেশায় রাজমিস্ত্রী ছিলেন। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তিনমাস আগে বাড়ির সীমানা বিরোধ নিয়ে বারখাইন ইউনিয়ন পরিষদে জিন্নাত আলী চৌধুরী বাড়ির অর্পিত সম্পত্তি মিমাংশায় কয়েক দফায় সালিশ বৈঠকে বসে। বারখাইন ইউনিয়নে চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী শাকিল এর উপস্থিতিতে সীমানা বিরোধ নিষ্পত্তি করে দেন। পরক্ষণে পূর্বের ঘটনার রেশ ধরে একমাস আগে আসামি মোহাম্মদ মানিক বাদী হয়ে ১) মোহাম্মদ ছৈয়দ, ২) মোহাম্মদ হোসেন, ৩) মোহাম্মদ মিয়া কে বিবাদী করে বসত ঘরের উপর দিয়ে রাস্তা তৈরীর পায়তারায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে রমজানের মধ্যবর্তী সময়ে থানায় একটি বৈঠক হয়। বৈঠকে উভয় পক্ষের কাগজ পত্র সহ ঈদের পরে থানায় যোগাযোগ করতে বলা হয়। এর মাঝে গত ২৮ এপ্রিল সন্ধায় মো. মোবারক হোসেন কাজ শেষ করে বাড়ি ফেরার পথে তার চাচা মোহাম্মদ হারুন ও চাচাত ভাই মোহাম্মদ মানিক তারা দলবল নিয়ে ধারাল অস্ত্র দিয়ে হামলা করে। এতে মো. মোবারক হোসেন, আবদুর রহমান (২৯), মোঃ সৈয়দ (৫২), মোঃ সোহেল (২০) গুরুতর জখম হয়। পরবর্তীতে স্থানীয়দের সহয়তায় তাদেরকে নিকটস্থ আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সবাইকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করা হয়। আজ সোমবার আইসিইউতে চিকিসৎসাধীন অবস্থায় মোবারক হোসেন মারা যান। এ বিষয়ে নিহতের বড় ভাই আবদুল আলিম জানান, পূর্ব জায়গা পরিমাপের শালিশী বৈঠকে হারার জেদ ধরে পরিকল্পিত ভাবে আমার চাচা ও চাচাত ভাইয়েরা আমার ভাইকে হত্যা করেছে। আমি এর সুষ্ঠ বিচার চাই। এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচাইয়া মারামারির ঘটনা ঘটে। এ বিষয়ে রবিবার রাতে একটি মামলা হয়েছে। আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মোবারক মারা গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।